শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

বড়লেখায় যুবদল নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখায় যুবদল নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার 

মৌলভীবাজারে বড়লেখায় যুবদল নেতা নোমান হোসেন হত্যার ৫ দিনের মধ্যে হত্যার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বর্ণি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তাররা হলেন, উপজেলার সুজানগর ইউনিয়নের দশঘরি গ্রামের ছবির মিয়ার ছেলে মারজান আহমদ ও কালাইউরা গ্রামের আব্দুস শহিদের ছেলে রায়হান আহমদ রেহান।

জানা যায়, পাওনা টাকা চাওয়ার জেরে গত ১৮ জানুয়ারি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা বাজারে যুবদল নেতা নোমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়। নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় নিহত নোমানের বাবা লেচু মিয়া গত ২০ জানুয়ারি বাদি হয়ে দশঘরি গ্রামের মারজান আহমদ, কালাইউরা গ্রামের রায়হান আহমদ রেহান, দশঘরি গ্রামের আবেদ আহমদ, নাঈম আহমদ ও জাকির আহমদের নামোল্লেখ এবং ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা করেন।

বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ূম বলেন, আসামিদের বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

টিএইচ